ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পুলিশের তেজগাঁও ডিসির ব্যাংক হিসাব তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ পুলিশের তেজগাঁও (ঢাকা) বিভাগের উপ কমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএসফআইইউ)। 

আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাবের লেনদেনের বিবরণী জমা দিতে বলে বৃহস্পতিবার একটি চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। 

বিএফআইইউ'র ওই চিঠিতে পুলিশের এ কর্মকর্তা ও তার স্ত্রী সাবেক নারী সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা, তাদের ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আনিসুর রহমান বর্তমানে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন ফাতেমাতুজ্জহুরা।

এমএস/এনএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি