ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

পূজায় দেব-রুক্মিণীর পরিকল্পনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দেব ও রুক্মিণী জুটির কথা নতুন করে কিছুই বলার নেই। পর্দার পাশাপাশি বস্তব জীবনেও তাদের রসায়নটা বেশ। এসেছে পূজার উৎসব। সেজেছে সবােই। টালিউডের তারকারাও এই আমেজে সেজে উঠেছেন। তবে দেব-রুক্মিণীর জন্য এবারের পূজা একটু বেশি স্পেশাল। কারণ এই পূজায় তাদের নতুন সিনেমা ‘পাসওয়ার্ড’ দেখবে দর্শকরা।

ভক্তদেরও আগ্রহ তাই তাদের নিয়ে। পছন্দের তারকারা কিভাবে কাটাচ্ছেন পূজার উৎসব? এ প্রশ্ন অনেকেরই। এ বিষয়ে রুক্মিণী বলেন, ‘আমার তো পূজায় এবার শুধুই ‘পাসওয়ার্ড আর পাসওয়ার্ড’। তবে হ্যাঁ, অবশ্যই পরিবারের সকলের সঙ্গে একটি প্যান্ডেল হপিংয়ে যাব। এই ৫টা দিন আমার কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে চা। শুধু কাজ নয়, প্রচুর খাওয়া দাওয়া করব।’

দেবের সঙ্গে আলাদা করে পূজায় কোনও প্ল্যান আছে কি না সেই প্রশ্নের জবাবে রুক্মিণী বলেন, ‘এই তো এত সময় দিলাম ‘পাসওয়ার্ড’ এর জন্য। আর কত দেবো বলো? আর না, পূজায় শুধু পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাই।’

এদিকে সুপারস্টার, অভিনেতা ও সাংসদ দেব তার পূজার পরিকল্পনা নিয়ে বলেন, ‘পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর পাসওয়ার্ড।’

কাজের বাইরে কী প্ল্যান- তার উত্তরে দেব বলেন, ‘আমরা তো কাজ করতেই জন্মেছি। কী বলো? ছেলেবেলার সেই পূজাকে মিস করার মতো আর সময়ই পাই না। সিনেমার জন্য হল পাওয়া নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হচ্ছে, যে সময়ই পাচ্ছি না।’
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি