ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪১, ২৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি এক ট্রাক চালকের হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তার নাম ফারুক হোসেন (৩৮)। সে যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়। ট্রাক চালক ফারুকের মৃত্যুর খবর বেনাপোল ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ঘেনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেট্রো ট-১৬-৪৭১৮ নম্বরের একটি ট্রাকে করে রার্নাস মোটর লি. ঢাকা এর রপ্তানি পণ্য নিয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। ট্রাকে থাকা পণ্য খালাস হওয়ার আগেই ট্রাকের মধ্যে তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে ভারতের ২৪ পরগণা জেলার বনগাঁ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, বাংলাদেশি ট্রাক চালকের মরদেহ দেশে ফেরত আনার জন্য পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, ভারত থেকে মরদেহ হস্তান্তরের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি