ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

পোর্টল্যান্ডের পরিস্থিতিকে ‘সংঘাতময়’ ঘোষণা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ৬ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২৩:২০, ৬ সেপ্টেম্বর ২০২০

পোর্টল্যান্ডের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা- রয়টার্স

পোর্টল্যান্ডের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা- রয়টার্স

Ekushey Television Ltd.

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডে বিক্ষোভকারীরা কয়েকটি মলোটভ ককটেল রাস্তায় ছুড়ে মারলে পুলিশ পরিস্থিতিকে ‘সংঘাতময়’ ঘোষণা করে। বিক্ষোভকারীদের অবিলম্বে ছত্রভঙ্গের নির্দেশ দিয়ে ওরেগন রাজ্যে কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়। 

বিক্ষোভকারীরা পোর্টল্যান্ডের রাস্তায় লাগাতার ১০০দিন ধরে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ জানায়, প্রতিবাদকারীরা কয়েকটি জ্বলন্ত বোমা ছুড়ে মারলে অন্তত একজন আহত হন। 

উল্লেখ্য, মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে এ বছরের শুরুতে জর্জ ফ্লয়েড নামের একজন কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে এসব প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি