ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

প্রথমবার পোপের পরামর্শক পরিষদে নারী নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

পোপ ফ্রান্সিস ক্যাথলিক ঐতিহ্য ভেঙে পরামর্শক পরিষদে (সিনোদ অব বিশপস) ভোট দেয়ার ক্ষমতাসম্পন্ন আন্ডারসেক্রেটারি পদে এই প্রথম একজন নারীকে নিয়োগ দিয়েছেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সিনোদে দুজন আন্ডারসেক্রেটারি নিয়োগ দেয়া হয়েছে। এর একজন ফরাসী নারী নেথালি বিকোয়ার্ত। ২০১৯ সাল থেকেই সিনোদে পরামর্শকের দায়িত্ব পালন করছিলেন ৫২ বছর বয়সী এই নারী।

সিনোদ অব বিশপসে অপর আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস মারিন ডি সান মার্টিন।

এই নিয়োগকে চার্চের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিক হারে নারীর অংশগ্রহণে পোপের ইচ্ছার প্রতিফলন বলে উল্লেখ করলেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ।

তিনি বলেন, সিস্টার নেথালি বিকোয়ার্তের নিয়োগ ও তাকে ভোট দেয়ার ক্ষমতা দেয়ার মধ্য দিয়ে দরোজা খুলে গেলো। বিশপ ও কার্ডিনালদের সমন্বয়ে পোপের পরামর্শ পরিষদ গঠিত হয়। তাদের ভোট দেয়ার ক্ষমতা থাকে। এছাড়া পরিষদে কিছু বিশেষজ্ঞও থাকেন। তবে তাদের ভোটাধিকার থাকে না।

আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস সিনোদ অব বিশপসের সংস্কার এবং চার্চ পরিচালনায় নারীর ভূমিকা বাড়ানোর আভাস দিয়েছিলেন।

নেথালি বিকোয়ার্ত ফ্রান্স ভিত্তিক জাভিয়ার সিস্টার্সের সদস্য এবং তিনি ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রিসম্পন্ন। এছাড়া তিনি বোস্টনেও লেখাপড়া করেছেন। (বাসস)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি