ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর নির্বাচিত উক্তি নিয়ে ২টি বই প্রকাশ

প্রকাশিত : ১৬:১৬, ১৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

টানা তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। ছিলেন কয়েকবার বিরোধীদলীয় নেতাও। রাজনৈতিক ময়দানে পথচলাটা তাই দীর্ঘ সময়ের।

দেশের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় দেয়া বক্তব্য, ভাষণ, ও লিখনি থেকে বাছাইকৃত বিভিন্ন উক্তি নিয়ে দুটি বই প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রকাশক প্রতিষ্ঠান সমাবেশ।

‘শেখ হাসিনা : সিলেক্টেড সেইংস’ ও ‘শেখ হাসিনা : নির্বাচিত উক্তি’ নামে বই দু’টি প্রকাশিত হয়েছে।

বই দুটির সংকল সম্পাদনা করেছেন   প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ তোফাজ্জল হোসেন মিয়া প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

বুধবার রাতে সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বই দুটির মোড়ক উম্মোচন করা হয়। পাঠক সমাবেশের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বিজু প্রধানমন্ত্রীর বই দু’টি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

‘শেখ হাসিনা : সিলেক্টেড সেইংস’ বইটিতে ১১৫টি আর ‘শেখ হাসিনা: আর  শেখ হাসিনার নির্বাচিত উক্তি’ বইটিতে ১০০টি উক্তি তুলে ধরা হয়েছে।

বই দুটিতে বিভিন্ন বিষয়ে ইংরেজি বইটিতে ১১৫টি ও বাংলা বইটিতে ১০০টি উক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বঙ্গবন্ধু, আত্মশক্তি, উন্নয়ন, ক্ষমতায়ন, গণতন্ত্র, তরুণ প্রজন্ম, ত্যাগ, দেশপ্রেম, নারী, ন্যায়নীতি, ন্যায়বিচার, পাবলিক সার্ভেন্ট, বৈশ্বিক সহযোগিতা, ভবিষ্যৎ প্রজন্ম, রাজনীতি, শান্তি, সুশাসন ও স্বনির্ভরতা প্রভূতি বিষয়ের উপর পেশাজীবি, ছাত্র-ছাত্রী, রাজনীতিবিদদের উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর উক্তিগুলো তুলে ধরা হয়েছে বই দু’টিতে।

আই//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি