ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

প্রমিত উচ্চারণ বাস্তবায়নে বাংলা একাডেমিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষমতা বাড়ানোর দাবি

প্রকাশিত : ১০:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

যে জাতির সূর্য সন্তানরা ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের পরের প্রজন্ম সঠিক উচ্চারণে কথা বলার আগ্রহ হারাচ্ছে। বিষয়টিকে অনেকটা অপমানজনক মনে করছেন শিক্ষাবিদরা। প্রমিত উচ্চারণ বাস্তবায়নে বাংলা একাডেমিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম মাতৃভাষা। তাইতো মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বায়ান্নে প্রান দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ নাম  না জানা অনেকেই। দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক রয়েছে আঞ্চলিক ভাষা। তবে অনেকেই প্রমিত বাংলার সাথে আঞ্চলিক ভাষা মিশ্রন ঘটাচ্ছেন। আবার বাংলার সাথে ইংরেজী কিংবা অন্য ভাষা মিশিয়ে উচ্চারন করছেন। যা বিকৃত করছে বাংলাকে। কিন্তু সার্বজনীন ভাষা হিসেবে প্রমিত বাংলার প্রতি তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য ব্যাক্তি সচেতনার অভাব ও রাষ্ট্রের দূর্বলতাকেই দায়ী করলে বিশেষজ্ঞরা। ভাষা ভিত্তিক যে সব প্রতিষ্ঠান রয়েছে সে গুলোর ক্ষমতায়নের দাবীও জানিয়েছেন তারা। পাশাপাশি সর্বস্তরে বাংলা ব্যবহারে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের পরামর্শও তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি