প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলন
প্রকাশিত : ১২:৪১, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১২:৪১, ১৭ মার্চ ২০১৭
প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেটের জাফলংয়ে ঝুঁকিপূর্ণ অর্ধশতাধিক গর্তে এখনও চলছে পাথর উত্তোলন। গর্তের গভীরতা প্রায় ৫০ থেকে ৬০ ফুট। চলছে বোমা ও শ্যালো মেশিন। ২০টি যন্ত্র দানব জব্দের পাশাপাশি গর্তের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
বৃহস্পতিবারও সিলেটের জাফলং পাথর কোয়ারির নয়াবস্তি এলাকায় গভীর গর্তে পাথর উত্তোলনের সময় মাটি ধসে নিহত হন ২ শ্রমিক।
আদালতের নির্দেশে পাথর উত্তোলন বন্ধ রয়েছে জাফলং পাথর কোয়ারিতে। এ কারনে পাথর খেকোদের নজর এখন সংরক্ষিত এলাকা মন্দিরজুমসহ আশপাশ এলাকায়। গেলো সপ্তাহেও ওই এলাকায় এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার কোয়ারি এলাকা পরির্দশনে গিয়ে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
এরপরও বন্ধ হয়নি ঝুকিপূর্ন পাথর উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, মন্দিরজুমে থাকা অন্যের টিলা দখলে নিয়ে প্রশাসনের সহযোগিতায় লুটপাট চালাচ্ছে প্রভাবশালী মহল।
যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে এ ঘটনায় প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন পরিবেশবিদরা।
এমন কর্মকান্ড বন্ধ না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে পর্যটন কেন্দ্র জাফলং - এমনটাই আশংকা করছেন এলাকার মানুষ।
আরও পড়ুন