ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

প্রশাসনের ১৫৬ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ২৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ২১:৫৫, ২৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

প্রশাসনের ১৫৬ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৫৬ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে একটি আদেশ জারি করা হয়। 

চলতি বছরের ১১ জানুয়ারি আওয়ামী লীগ সরকার দায়িত্বে নেওয়ার পর প্রশাসনে এটাই প্রথমবারের মতো অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। এর আগে গত ১৬ জুন ১৩৬ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতির দেওয়া হয়। 

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১৫৬ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হল ৬০৯ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১২২টি।

পদোন্নতিপ্রাপ্তদের পুরো তালিকা দেখতে ক্লিক করুন।

https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/10/23/add-secrretary.pdf/BINARY/add-secrretary.pdf

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি