ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

প্রাণভিক্ষার আবেদন করবেন মুফতি হান্নান

প্রকাশিত : ১৫:১৯, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:১৯, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন। রিভিউ আবেদনের খারিজের রায়ের অনুলিপি কাশিমপুর কারাগারে পড়ে শোনানোর পর এ ইচ্ছার কথা জানান। এদিকে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করতে কারা কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানিয়েছেন আইজি প্রিজন্স। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের ফাঁসির আদেশের বিরুদ্ধে রিভিউ খারিজের আদেশ মঙ্গলবার রাতেই পৌছায় কাশিমপুর কারাগারে। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যা মামলার রায় পড়ে শোনানো হয় মৃত্যুদন্ডপ্রাপ্তদের। রায় শোনার পর মুফতি হান্নান ও তার সহযোগি শরীফ শাহেদুল রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা  চাওয়ার কথা জানায়। সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা আরেক আসামী দেলোয়ার হোসেন রিপনকে রায় পড়ে শুনানো হয়েছে। এদিকে ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, ফাঁসির দন্ড কার্যকর করতে প্রস্তুত তারা। জেল কোড অনুযায়ি দন্ড কার্যকর হবে। ২০০৪ সালের ২১মে সিলেটে গ্রেনেড হামলায় ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ ৭০ জন আহত হন। নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রত বিচার ট্রাইব্যুনাল জঙ্গিনেতা মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদন্ড দেন। হাইকোর্ট ও আপিল বিভাগেও রায় বহাল থাকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি