ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

প্রাথমিক হিসেবে মোরার আঘাতে ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৮:৫৩, ৩০ মে ২০১৭

Ekushey Television Ltd.

সরকারের প্রাথমিক হিসেবে ঘূর্ণিঝড় মোরার আঘাতে উপকুলের ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়মত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হয়েছে বলেই, প্রাণহাণি ও ক্ষয়ক্ষতি কমানো গেছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছেন, ঝুঁকিতে থাকা ৪ লাখ ৬৮ হাজার মানুষকে ঘূর্ণিঝড় নিরাপদ আশ্রয় কেন্দ্রে আনা সম্ভব হয়েছে।  

১০ নম্বর মহা বিপদ সংকেত, জানিয়ে দেওয়ার পর পরই, কক্সবাজার, চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলের মানুষকে আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন, সময়মত সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই, প্রাণহানি হয়নি বলেই চলে। ক্ষতির পরিমানও কমানো সম্ভব হয়েছে। সরকারের পক্ষ থেকে, নগদ অর্থসহায়তা হিসেবে, বরাদ্দ করা ১ কোটি ৮৭ লাখ টাকা’ উপকূলের ১৫টি জেলায় পৌছে দেওয়া হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় মোরা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জানানো হয়, স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।
সিংক: গোলাম মুস্তফা, অতিরিক্তি সচিব, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সর্তক সংকেত নামিয়ে ফেলার সাথে, সাথে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থকে মানুষ নিজেদের ঘর বাড়িতে ফিরে গেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি