ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

প্রিবাসকে সরিয়ে কেলিকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৯ জুলাই ২০১৭

(বা থেকে) জন কেলি ও রেইন্স প্রিবাস

(বা থেকে) জন কেলি ও রেইন্স প্রিবাস

Ekushey Television Ltd.

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন চিফ অব স্টাফ হচ্ছেন হোমল্যান্ড সিকিউরিটির ডিরেক্টর জেনারেল জন কেলি। খবর বিবিসির।

শুক্রবার বিকেলে টুইটের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে নিয়োগের ছয় মাসের মাথায় অপসারিত হলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা প্রিবাস।  

নতুন কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচির নিয়োগের পর থেকেই চাপে ছিলেন প্রিবাস। স্কারামুচির অভিযোগ, তিনি গণমাধ্যমের কাছে গোপন তথ্য ফাঁস করছেন।

নতুন চিফ অব স্টাফ জন কেলি মেরিন কর্প থেকে অবসরপ্রাপ্ত একজন চার তারকা জেনারেল। বর্তমানে তিনি হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে আছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ণনায় তিনি একজন `গ্রেট আমেরিকান` এবং `সত্যিকারের তারকা`।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানাচ্ছেন, আগামী সোমবার থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন জেনারেল কেলি।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি