ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ফরমালিন থাকার অভিযোগে মাছ রপ্তানি বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৬:৪০, ১৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

ফরমালিন থাকার অভিযোগে গত ৫ মার্চ থেকে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি। এ’কারণে কমছে বন্দরের রাজস্ব আয়। অন্যদিকে, নেতিবাচক প্রভাব পড়েছে মাছ রপ্তানির ক্ষেত্রে। তবে, শিগগিরই ত্রিপুরায় মাছ রপ্তানি আবার শুরুর আশা করছেন কাস্টমস কর্মকর্তারা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯৪ সালে শুরু হয় আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। রপ্তানি পণ্যের ক্ষেত্রে এই বন্দরে মাছের অবস্থান দ্বিতীয়। প্রতি মাসে আখাউড়া স্থলবন্দর দিয়ে অন্তত ৪শ’ মেট্রিক টন মাছ রপ্তানি হয়।
ফরমালিন মেশানোর অভিযোগে প্রায় আড়াই মাস ধরে এই বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রয়েছে। এ’কারণে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার।
তবে, ফরমালিন মেশানোর অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন মাছ রপ্তানিকারকরা।
শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি দ্রুত শুরুর তাগিদ দিয়েছেন ব্যবসায়িরা।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি