ফরিদপুরে পাটক্ষেত দিয়ে ধান নেওয়াকে কেন্দ্র করে বিরোধ: তিন মোটরসাইকেল পুড়িয়ে ছাই, আহত ১
প্রকাশিত : ২৩:১৩, ৮ মে ২০২৫ | আপডেট: ২৩:১৪, ৮ মে ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাটক্ষেত দিয়ে ধান নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ মে) উপজেলার বানা ইউনিয়নের চর বেলবানা গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চর বেলবানা গ্রামের ওবায়দুর শেখ তার জমি থেকে পাকা ধান কেটে তা বাড়িতে আনতে থাকেন। এসময় ওই পাকা ধান একই গ্রামের প্রতিবেশী চুন্নু মোল্যার পাটক্ষেতের মধ্য দিয়ে আনার কারণে পাটের চারা কিছুটা বিনষ্ট হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিয়ে চুন্নু মোল্যা ও তার চাচাতো ভাই খোকন মোল্যার সঙ্গে ওবায়দুর শেখ ও আকিবুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতি হলে এতে চুন্নু মোল্যা গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে এ ঘটনার জের ধরে একইদিন দুপুর ২ টার দিকে খোকন মোল্যার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল ওই গ্রামের সোনা মিয়ার বাড়ির উত্তর পাশে থাকা প্রতিপক্ষ ওবায়দুর শেখ, তার ভাই আকিবুল শেখ ও চাচাতো ভাই শফিকুল ইসলাম চঞ্চলের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
জানতে চাইলে ক্ষতিগ্রস্ত আকিবুল ইসলাম জানান, গত একবছর আগে কিস্তি তুলে ১ লাখ ৮১ হাজার টাকা দিয়ে একটি ডিসকাভার মোটরসাইকেল কিনেছিলাম। গত রবিবারে সেই মোটরসাইকেলের কিস্তির ৭৫ হাজার টাকা পরিশোধ করেছি। আমার কষ্টের ক্রয় করা মোটরসাইকেলটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুড়িয়ে দিয়েছে। শুধু আমারটা না; একইসঙ্গে আমার দুই ভাইয়ের আরও দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে।
আকিবুল ইসলাম আরও জানান, আমার ভাই ওবায়দুর শেখ ধান কেটে চুন্নু শেখের পাটের জমির আইল দিয়ে তা বাড়িতে আনতে ছিলেন। কিন্তু এতে বলে চুন্নু শেখের জমির পাট নষ্ট হয়েছে। এই অভিযোগ তুলে চুন্নু শেখের লোকজন ক্ষিপ্ত হয়ে আমার ভাই ওবায়দুর শেখকে মারধোর করে।
মোটরসাইকেল পুড়ানোর বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত খোকন মোল্যা বিষয়টি অস্বীকার করে জানান, কে বা কাহারা মোটরসাইকেল পুড়িয়েছে তা আমার জানা নেই। তবে আমাদের কোন লোকজন তাদের মোটরসাইকেল পুড়ায়নি। তারা আমার চাচাতো ভাইকে একা পেয়ে মারধোর করে রক্তাক্ত জখম করেছে। পরে তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করেছি।
ফরিদপুরের আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পুড়ে যাওয়া তিনটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন