ঢাকা, শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৩, ৫ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের সালথায় উৎপল সরকার (২৬) কে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালিতলা ব্রীজের পাশে এই ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ী উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তার ৩ বছরের একটি সন্তান রয়েছে।

পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার অনুমান ভোর সাড়ে চারটার দিকে রনকাইলের বাড়ি থেকে ব্যাটারী চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিল উৎপল সরকার। আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী অটোতে করে এসে মাছ ব্যবসায়ী উৎপলের ভ্যান গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর  সাথে বেঁধে রাখে। পরে মাছ ব্যবসায়ী উৎপল সরকারের সাথে থাকা টাকা  ছিনিয়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ছিনতাই-কারীরা।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ মারুফ হাসান রাসেল জানান, সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি