ঢাকা, শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫

ফিলিপাইনে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১০ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশে  আঘাত হেনেছে ভয়াবহ ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। শুক্রবার (১০ অক্টোবর) সকালে এ ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা অঞ্চল। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এরই মধ্যে ‘ধ্বংসাত্মক সুনামি’র সতর্কতা  জারি করেছে। 

এ ঘটনায় এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্ডানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে দেখা যায় এবং আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি