ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:০৭, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ফেনীকে দুজন নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহত দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম আল আমিন (২৫)। তিনি ঢাকার উত্তরার বাসিন্দা। অন্যজনের নাম মামুন মোর্শেদ (৩৫)। তিনি টঙ্গীর বাসিন্দা।

ফেনীতে র‍্যাব-৭-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে তিন আরোহী চেকপোস্টের সিগন্যাল না মেনে মহাসড়কের পাশে সরু রাস্তায় অবস্থান নিয়ে র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয় এবং অপর একজন পালিয়ে যায়।  

র‍্যাব জানায়, নিহতদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি