ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ফের বিয়ের পিঁড়িতে বসছেন অ্যাঞ্জেলিনা জোলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ২০:৪২, ১৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এমন খবরই এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে। 

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলিকে নিয়ে নানা খবর চাউর হয়েছিল হলিপাড়ায়। এবার সব গুঞ্জণ থামিয়ে চতুর্থবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তবে এবার আর কোনও অভিনেতা নয় জোলির চতুর্থ বর হতে চলেছেন এক ব্রিটিশ বিলিওনিয়ার।

সূত্রের খবর, তার পরিচয় নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। এমনকী পাপারাৎজিরাও ক্লান্ত হয়ে পড়েছেন জোলির নতুন বরের ঝলক পাওয়ার জন্য। আজ পর্যন্ত জোলিকে নাকি তার সাথে প্রকাশ্যে কোথাও ঘোরাফেরা করতে দেখা যায়নি। তবে ঘনিষ্ঠদের কাছে জোলি জানিয়েছেন যত শিগগিরই সম্ভব চতুর্থবার বিয়েটা তিনি সেরে ফেলতে চান।

সে কারণেই ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের যাবতীয় আইনি কর্মকাণ্ড সেরে ফেলতে চাইছেন তিনি। জোলির বিয়ের ঘটকালি করেছেন হলিউডের আর এক তারকা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি। তিনিই নাকি জোলির সঙ্গে সেই ব্রিটিশ বিলিওনিয়ারের পরিচয় করিয়ে দিয়েছিলেন।

সূত্রের খবর পুরো পরিচয়টাই হয়েছিল জোলির স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য। এই ব্রিটিশ বিলিওনিয়ারও নাকি জোলির মতই রিফিউজিদের নিয়ে কাজ করছেন। সেই পরিচয় ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে।

জোলি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বিয়ের পর লন্ডনেই ছেলে-মেয়েদের নিয়ে পাকাপাকি ভাবে থাকতে চান তিনি। এমনকী এই চতুর্থ স্বামীই যে তার জীবনের শেষ পুরুষ হবেন তাও জানিয়েছেন। তবে বিয়ের দিনক্ষণ নিয়ে এখনই কোনও কথা স্পষ্ট করে জানাতে চাননি অভিনেত্রী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি