ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘২.০’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ভারতের দক্ষিণের সিনেমা ‘২.০’।  রজনীকান্ত অভিনীত এবং শঙ্কর পরিচালিত সিনেমাটি প্রথম সপ্তাহেই ৫০০ কোটির রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে।
মুক্তির পর মাত্র চার দিনেই সায়েন্স ফিকশন সিনেমাটি ৪০০ কোটি রুপি ঘরে তুলে নেয়। তামিলনাড়ুতে ‘২.০’ ব্যাপক সাড়া পাচ্ছে। শুধুমাত্র এই রাজ্য থেকে সিনেমাটি আয় করে ১৪৯ কোটি ৫১ লাখ রুপি। চেন্নাইতেও ভালো ব্যবসা করেছে, আয় ১৭ কোটি ৮ লাখ রুপি।    
হিন্দি ভার্সনে থেকে আলোচিত সিনেমাটি গত শনিবার পর্যন্ত আয় করে নিয়েছে ১৫৪ কোটি ৭৫ লাখ রুপি।
‘২.০’র মাধ্যমে এবারই প্রথম মেগাস্টার রজনীকান্তের সঙ্গে পর্দায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এতে আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন, অভিনেতা সুধাংশু পাণ্ডে ও আদিল হুসেন। ২৯ নভেম্বর ‘২.০’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সূত্র : এনডিটিভি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি