ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর গল্প শোনো’

প্রকাশিত : ১৪:২১, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩২, ১৭ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর গল্প শোনো।’ শুক্রবার সকালে রাজধানীর বাংলা একাডেমি চত্ত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের ৭১এর  মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর বীরত্বের গল্প শোনান বিশিষ্টজনেরা। বক্তারা তাদের গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের ঘোষণা এবং এতে বঙ্গবন্ধুর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় শিশুদের উদ্দেশে তারা বলেন, বঙ্গবন্ধুর শত্রু এবং স্বাধীনতা বিরোধীরা এখন তৎপর, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সেসময় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে দেশের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে শিশুরাও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি