ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে নেমে লাশ হয়ে ফিরলো সোহান

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৩, ১৮ এপ্রিল ২০২৪ | আপডেট: ২১:০৪, ১৮ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সরোয়ার উদ্দিন সোহান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড়ের এলাকায় এ ঘটনা ঘটে।

সোহান রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে। সোহান ফরিদপুর পলিটেকনিক্যালের (সিভিল) ছাত্র। 

মৃত সোহানের মামাতো ভাই পারভেজউল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা থেকে সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড়ের এলাকার পদ্মা নদীতে গোসল করতে যান সমবয়সী ৮ জন। তারা সেখানে গিয়ে আড্ডা দেয়ার পাশাপাশি ছবিও তোলেন। ওই সময় স্থানীয় আরও বেশ কিছু লোকজন গোসল করছিল। এরই মাঝে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছিলনা সোহানকে। 

তারা আশপাশসহ নদীর পানিতে তাকে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে নদীর পানির মধ্যে তার দেহ ডুবে থাকা অবস্থায় পাওয়া যায়। 

ওই সময়ই তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহানের দেহ পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। 

রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি