ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

বন্ধ কারখানা খুলেছে, ফিরছেন পোশাক শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০, ১৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

শ্রমিকদের মজুরি ইস্যু নিয়ে আন্দোলন-সহিংসতার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া সব পোশাক কারখানা আজ খুলে দেওয়া হয়েছে।

বুধবার সকাল থেকে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন পোশাক শ্রমিকরা। 

বন্ধ কারখানা সংশ্লিষ্ট এলাকার শ্রমিক, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন, শিল্প পুলিশের সঙ্গে আলোচনার পর খুলে দেয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নতুন মজুরি কাঠামো ঘোষণার পর থেকে বেশ কিছু কারখানায় অযৌক্তিক দাবিতে কর্মবিরতি পালন ও ভাঙচুর চালায় কিছু অজ্ঞাতপরিচয় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক। এসব কারণে গত রোববার থেকে পোশাক শিল্প কারখানার কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় ১৩০টি পোশাক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 

এদিকে গার্মেন্টস শিল্পের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ১২ প্লাটন বিজেবি’র সঙ্গে পুলিশ ও র‌্যাব সদস্যরা রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি