ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ববি শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ, সম্পাদক জ্যোতির্ময়

ববি সংবাদদাতা

প্রকাশিত : ২১:৪৫, ৫ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম সভাপতি এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রোববার (৫ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ আগস্ট ২০২১, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই করে গত ৩১ আগস্ট, নির্বাচন উপলক্ষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় যে, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের মোট পনেরোটি পদেই একক বৈধ প্রার্থী রয়েছে। এমতবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ (২) (খ) (৭) এবং অনুচ্ছেদ ৭ (২) (খ) (৯) অনুসারে নির্বাচন কমিশন (সূত্র: ববিশিস/নিক/২০২১/০৬) চূড়ান্ত বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সেখানে দেখা যায় যে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে ড. তারেক মাহমুদ আবীর, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল, সহকারী অধ্যাপক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ; কোষাধ্যক্ষ পদে রিফাত মাহমুদ, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সদস্য পদে ড. বিজন কৃষ্ণ সাহা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ; মো. সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ; মো. আরিফ হোসেন, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ; তাসনুভা হাবিব জিসান, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ; সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ; সুমনা রাণী সাহা, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ; রিফাত ফেরদাউস, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ; উন্মেষ রায়, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ; মো. সানবিন ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং মোঃ সাজেদুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগ নির্বাচিত হয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি