ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

বরগুনায় অযত্নে অবহেলায় পড়ে রয়েছে নয়াখাল পাড়ের বধ্যভুমি

প্রকাশিত : ১২:৪১, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১২:৪১, ১৭ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বরগুনার পাথরঘাটায় নয়াখাল পাড়ের বধ্যভুমিটি পড়ে রয়েছে অযতেœ অবহেলায়। ১৯৭১ সালের ১৫ই মে এখানে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানী সেনারা। আর বর্তমানে বধ্যভূমির জায়গা  দখল করে ডক-ইয়ার্ড বানিয়েছে প্রভাবশালীরা। অপরদিকে ১৯৭১ সালে গণহত্যার শিকার পাথরঘাটার ৫ টি শহীদ পরিবার আজো পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা বিভিন্নস্থানে বধ্যভূমি ও গণকবর সংরক্ষণে প্রাচীর তৈরি করেন। তবে, বরগুনার পাথরঘাটার সবচেয়ে বড় গণকবরটির সীমানা প্রাচীর না থাকায় তা বিলীন হওয়ার পথে। অচিরেই বধ্যভূমিটিকে সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মানের দাবী স্থানীয়দের। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের তালিকা হলেও এসব পরিবার আজও পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি। এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বললেন। বধ্যভুমি ও শহীদ পরিবারের বিষয়ে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি