বরগুনায় অযত্নে অবহেলায় পড়ে রয়েছে নয়াখাল পাড়ের বধ্যভুমি
প্রকাশিত : ১২:৪১, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১২:৪১, ১৭ মার্চ ২০১৭
বরগুনার পাথরঘাটায় নয়াখাল পাড়ের বধ্যভুমিটি পড়ে রয়েছে অযতেœ অবহেলায়। ১৯৭১ সালের ১৫ই মে এখানে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানী সেনারা। আর বর্তমানে বধ্যভূমির জায়গা দখল করে ডক-ইয়ার্ড বানিয়েছে প্রভাবশালীরা। অপরদিকে ১৯৭১ সালে গণহত্যার শিকার পাথরঘাটার ৫ টি শহীদ পরিবার আজো পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি।
স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা বিভিন্নস্থানে বধ্যভূমি ও গণকবর সংরক্ষণে প্রাচীর তৈরি করেন। তবে, বরগুনার পাথরঘাটার সবচেয়ে বড় গণকবরটির সীমানা প্রাচীর না থাকায় তা বিলীন হওয়ার পথে।
অচিরেই বধ্যভূমিটিকে সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মানের দাবী স্থানীয়দের।
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের তালিকা হলেও এসব পরিবার আজও পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বললেন।
বধ্যভুমি ও শহীদ পরিবারের বিষয়ে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক।
আরও পড়ুন