বর্ষ বরণকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশিত : ১৬:২৫, ১১ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ধরনের হামলার হুমকি নেই বলে জানালেন ডিএমপি কমিশনার আছাদুজ্জমান মিয়া। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এ তিনি আরো বলেন, এবার মঙ্গল শোভযাত্রায় কাউকে মুখোশ পড়তে দেয়া হবে না। ইভটিজিং রোধে বিশেষ টিম কাজ করবে।
বাঙালির দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণে দিনে-রাতে চলছে প্রস্তুতি। রমনা বটমুলের অনুষ্ঠান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলশোভাযাত্রাসহ বিভিন্নস্থানে এখন উৎসব আয়োজনের প্রস্তুতি।
অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তা এবার আরও বাড়ানো হয়েছে। শোভাযাত্রার দু’পাশে র্যাব-পুলিশ , গোয়েন্দা সদস্যদের পাশাপাশি সোয়াট টিমের সদস্যারা নিরাপত্তা দায়িত্ব পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।
এছাড়া রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ১ লা বৈশাখ হকার মুক্ত থাকবে। ইভটিজিং ছিনতাই রোধে আলাদা টিম কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার। রাজধানীর ২৬টি পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণ করার কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, সন্ধ্যা ৬ পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনুষ্ঠান করতে দেয়া হবেনা। পাশাপাশি রাজধানীর উন্মুক্তস্থানে বিকেল ৫ টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে।
আরও পড়ুন