ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

মধ্যরাতে নারায়ণঞ্জে তারেক রহমান

বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৮, ২৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। তাই দেশকে সুন্দর করে সাজাতে জনগণকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম সফর শেষে রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে সমাবেশে তিনি একথা বলেন৷

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে সে ব্যবস্থা করবে। একই সঙ্গে সন্ত্রাসী ও অপরাধীরা যে দলেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খালকাটা কর্মসূচি হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে আবারো সারাদেশে খালকাটা কর্মসূচি শুরু করতে চায়। পাশাপাশি দুর্নীতি ও মাদক বন্ধে কাজ করার আশ্বাস দেন তিনি।

যুবক ও তরুণদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রাম ও শহরের খেটে খাওয়া মানুষ ও গৃহিণীদের জন্য নগদ অর্থ ও খাদ্য শস্য সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সহযোগতা, ইমামদের সম্মানীর পাশাপাশি মেধা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

গ্রামগঞ্জের বিকল রাস্তাঘাট মেরামতসহ নারীদের স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নেওয়া কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

এদিকে, প্রায় ২২ বছর পর দ্বিতীয় বারের মতো নারায়ণগঞ্জে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে দেখার জন্য শীত উপেক্ষা করে আগে থেকেই জড়ো হন দলের অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশকে ঘিরে কাঁচপুর বালুর মাঠে নামে জনতার ঢল। স্লোগানে মুখরিত হয়েছিল পুরো এলাকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি