ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশ থেকে ১ দশকে পাচার ৫০হাজার কোটি ডলার

প্রকাশিত : ১৫:১৫, ৭ মে ২০১৬ | আপডেট: ১৫:১৫, ৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

গেল এক দশকে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে প্রায় ৫০ হাজার কোটি ডলার। এই অর্থ ব্যয় হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৩৬টি দেশে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার রিপোর্টে উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়েছে পাচারের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত গার্মেন্টস ব্যবসায় সংশ্লিষ্টরা। টাকা পাচারের ঘটনা পুরনো হলেও, নতুন খবর হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সুইজারল্যান্ড এবং জার্মানির মত ৩৬ দেশে পাচার হচ্ছে এসব অর্থ। আনন্দবাজার বলছে, দ্রুত বিকাশমান অর্থনীতির এই দেশে এমন ঘটনা অনেকটা দরজা জানালা খোলা রেখে এসি চালিয়ে রাখার মত। যার ফলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। তবে পাচারের সঙ্গে কে বা কারা জড়িত, তা নিয়ে সুনির্দিষ্ট কিছু না জানালেও, প্রতিবেদনে গার্মেন্টস ব্যবসায়ীদের দিকেই আঙ্গুল তোলা হয়েছে। কারণ দেশের ৮২ শতাংশ রপ্তানি করে পোশক শিল্প মালিকরা। পোশাক শিল্পে যন্ত্রপাতি আমদানির জন্য শুল্ক নেয়া হয় না। সেখানেও গোলমাল। কম দামে মালামাল কিনে বেশি দাম দেখানো হয়। অতিরিক্ত টাকাটা ফাঁক গলে চলে যায় বিদেশে। এভাবে দশ বছরে বাংলাদেশ থেকে ৪৯ হাজার ১৩ কোটি ডলারের বেশি পাচার হয়েছে বলে আনন্দবাজারের রিপোর্টে বলা হয়েছে। অর্থ পাচারের জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ দূর্বলতাকে দোষারোপ করা হলেও, পাচার হওয়া দেশগুলোরও দায় আছে বলে মনে করে আনন্দবাজার। এভাবে ঊর্ধ্বমুখী অর্থনীতিকে টেনে নিচে নামানোকে জঘন্য কাজ বলা হয়েছে রিপোর্টটিতে। এজন্য সরকারকে সর্ব্বোচ্চ সতর্ক থাকার পরামর্শও দেয়া হয়েছে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি