রজতজয়ন্তী উৎসবে একুশে টেলিভিশন নিয়ে রচিত বিশেষ সংগীতানুষ্ঠান
প্রকাশিত : ১৪:১৭, ২৮ এপ্রিল ২০২৫

একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারে ১৫ দিনব্যাপী উৎসবের ১৩ম দিনে অনুষ্ঠিত হয়েছে একুশে টেলিভিশন নিয়ে রচিত বিশেষ সংগীতানুষ্ঠান।
একুশের মৌলভীবাজার পরিবারের উদ্যোগে বিশেষ এ সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করে শ্রীমঙ্গল টিউন্স মিউজিক্যাল একাডেমীর শিল্পীরা। সংগীত পরিচালনায় ছিলেন শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর সংগীত পরিচালক সজল ঘোষ ও টিউন্স মিউজিক্যাল একাডেমীর পরিচালক সুমিত পাল।
একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এইচ এম পি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তনুজা চক্রবর্তী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সজল পাল, শিক্ষিকা চৈতালী চক্রবর্তী,যন্ত্র শিল্পী শুভদীপ চক্রবর্তী ও সাংবাদিক বর্ন চক্রবর্তী।
আর সংগীত পরিবেশন করে অশ্মি বিশ্বাস, অনুশ্রী পট নায়েক, নিবেদিতা রায়, হৈমন্তী দেবনাথ, শ্যামা ঘোষ, সেজুতি দেব, অনুশ্রী কৈরি, তিথি সাহা, মৃত্তিকা ঘোষ, ঈশানী হালদার, অদ্রিতা পাল শ্রী, রবিন রায়, রিয়া আক্তার, ঐশী পাল ও অরবিন্দ হরিজন।
এএইচ
আরও পড়ুন