ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

বাইডেনকে আমন্ত্রণ জানালো ইইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক বৈঠকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ফোনেলাপে তাকে এ আমন্ত্রণ জানান ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল। 

আগামী বছর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন চার্লস মাইকেল। 

টুইটার পোস্টে মাইকেল বলেন, মাত্রই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে। তাকে আগামী বছর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠকে আমন্ত্রণ জানালাম।
 
তিনি আরও বলেন, করোনাভাইরাস, জলবায়ু, নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করার সময় এসেছে। আসুন আবারও একটি শক্তিশালী ইইউ-যুক্তরাষ্ট্র জোট গড়ে তুলি। সূত্র : আল-জাজিরা।
এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি