ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

বাইডেনের সাথে বিতর্কের অপেক্ষায় ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৭ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি বাইডেনের সাথে পরবর্তী বিতর্কে যোগ দেয়ার অপেক্ষায় আছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।

কোভিড-১৯ এ আক্রান্ত ট্রাম্প হাসপাতালে চিকিৎসা শেষে এখন হোয়াইট হাউসে অবস্থান করছেন।

আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে উভয় প্রার্থীর বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সে পর্যন্ত ট্রাম্প যথেষ্ট সুস্থ হবেন কিনা তা এখনও অনিশ্চিত।

হোয়াইট হাইসে কোয়ারিনটিনে থাকা ট্রাম্পের শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে বলে তার ডাক্তাররা জানিয়েছেন। তবে তারা এও সতর্ক করেছেন, তিনি এখনও বিপদমুক্ত নন।

এদিকে টুইটার বিতর্কে অংশ নেয়ার আগ্রহ ব্যক্ত করার পাশপাশি ট্রাম্প করোনা ভাইরাসকে খাটো করে মন্তব্য করেছেন। ভাইরাস সম্পর্কে ক্ষতিকর তথ্য প্রচারের কারণে টুইটার কর্তৃপক্ষ টাম্পের মন্তব্য লুকিয়ে ফেলে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি