ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বাগেরহাটে আগুনে পুড়ে গেছে ৫ দোকান

প্রকাশিত : ১৮:৫৪, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের চিতলমারী উপজেলার পাগলা বাজারের মাদার তেরেসা ফাউন্ডেশনে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভষ্মিভূত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যাওয়া পাঁচটি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ।

ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন- সংকর ভ্রমের পার্সের দোকান, মিনজিল শেখের পার্সের দোকান, তুহিন শেখের মুদির দোকান, পল্লী চিকিৎসক বদরুল ইসলামের চেম্বার কাম ওষুধের দোকান ও হাফিজুর রহমান শেখের মুদির দোকান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ভোররাতে স্থানীয় বাজারে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করতে করতে সব দোকানগুলো ভষ্মিভূত হয়ে যায়। আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

 

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি