ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

বাগেরহাটে পিকআপের চাপায় স্কুলছাত্র নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ১১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:২২, ১১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোল্লাহাটে পিকআপের চাপায় মোহাম্মদ আলী (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। বুধবার (১১ সেপ্টেম্বর)দুপুরে উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ে মোটরসাইকেল ও পাইপ ভর্তি পিকআপের মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। আহত জোবায়ের ও বাপ্পী দু’জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত মোহাম্মাদ আলী(১৪) মোল্লাহাট উপজেলা উদয়পুর গ্রামের জাকির সরদারের ছেলে। সে ওয়াজেদ মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।আহত দুইজন একই বিদ্যালয়ের ছাত্র। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জগন্নাৎ চন্দ্র বলেন, তিন বন্ধু ফুটবল খেলা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এর মুখোমুখি সংর্ঘষ হয়। 
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের  খুলনা মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। 
আই/কেআই


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি