ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬

বাঘারপাড়া বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারদেশ প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ১৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। 

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কত কয়েকদিন আগে এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে জারি করা আগের বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। 

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে পূর্বে তাকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত গ্রহণ করে। 

দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও সাংগঠনিক ঐক্য আরও জোরদার করার লক্ষ্যে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়। 

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে বাঘারপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ দেখা গেছে। অনেকেই মনে করছেন, আবু তাহের সিদ্দিকীর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

এ বিষয়ে আবু তাহের সিদ্দিকী বলেন, ‘দল আমার ওপর যে আস্থা রেখেছে তার জন্য আমি কৃতজ্ঞ। বিএনপির আদর্শ ও নির্দেশনা মেনে আগামী দিনে বাঘারপাড়ায় দলকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাব।’

উল্লেখ্য, আবু তাহের সিদ্দিকী দীর্ঘদিন ধরে বাঘারপাড়া উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং তিনি একসময় তিন মেয়াদে দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি