ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বাবার পরিচালনায় আলিয়ার প্রথম কাজ, আবেগে যা বললেন

প্রকাশিত : ১০:৪৭, ২১ মে ২০১৯ | আপডেট: ১০:৫৩, ২১ মে ২০১৯

Ekushey Television Ltd.

দীর্ঘ ২০ বছর পর ফের পরিচালনায় ফিরেছেন মহেশ ভট্টে। সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন তার মেয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বাবার সিনেমায় প্রথম কাজ নিয়ে উত্তেজিত আলিয়া ভাট।

শনিবার থেকে শুরু হয়েছে ‘সড়ক-২’-এর শুটিং। এ ছবির শুটিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন আলিয়া।

আলিয়া লিখেছেন, “ফিল্মের প্রথম দিনের শুটিং হয়ে গেল। বাবাই আমার পরিচালক। প্রথম দিন আমার শুটিং ছিল না। আর কয়েকদিনের মধ্যেই আমি শুটিং শুরু করব। ...এ যেন স্মৃতির পাহাড়ে ওঠার চেষ্টা। আমি নিশ্চিত চূড়ায় উঠব। যদি পড়েও যাই, আবার উঠে দাঁড়াব। একদম নতুন একটা জার্নি...।”


আলিয়া ছাড়াও সঞ্জয় দত্ত, পূজা ভট্ট, আদিত্য রয় কাপুর, গুলশন গ্রোভারের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি। ‘সড়ক-২’-এর চিত্রনাট্য সবার আগে নাকি পেয়েছিলেন গুলশন। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন পূজা ভট্ট। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৫মার্চ মুক্তি পাবে এই ছবি।

সূত্র: আনন্দবাজার


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি