ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

বিএনপি জনগণ ও দেশের স্বার্থে আপোষ করবে না বলে জানিয়েছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮:২১, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২১, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জনগণ ও দেশের স্বার্থে বিএনপি কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কারিগরি, অর্থনৈতিক এবং পরিবেশগত ত্রিমাত্রিক বিপত্তি শীর্ষক  গোলটেবিল বৈঠকে গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। তিনি বলেন, জনবিরোধী কোনো প্রকল্প করা হলে তার বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তোলা হবে। রামপাল প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তোলারও আহ্বান জানান তিনি। তিনি অভিযোগ করেন,সরকার যেহেতু অবৈধ, জনগণের প্রতিনিধিত্ব  নেই  তাই এ সরকারের জনগণের কাছে জবাবদিহিতা না থাকায় এ রকম ক্ষতিকর প্রকল্প হাতে নিতে পেরেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি