ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বিএনপি-জামায়াত নিজেদের স্বার্থ হাসিল করেছে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:০৯, ১১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দেশ ও জনগণকে পিছিয়ে রাখাই বিএনপি-জামায়াত জোটের চরিত্র ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল বলেই জনগণের উন্নয়ন না করে নিজেদের স্বার্থ হাসিল করেছে।

পরিবার, যুবসমাজ ও পরিবেশ ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের বিদ্যুৎ বিভাগের আওতাধীন ৪টি বিদ্যুৎ কেন্দ্র, ৮টি জি আই এস উপকেন্দ্র ও ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

দেশের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব ও আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সম্পদের অপব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলে বিএনপি-জামায়াত জোট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি