বিচার বিভাগকে ক্ষমতা অনুযায়ী কাজ করার সুযোগ দিলে দুর্নীতি থাকবে না
প্রকাশিত : ১৬:১১, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৬:১১, ১৮ মার্চ ২০১৭
বিচার বিভাগকে যে ক্ষমতা দেয়া হয়েছে সে অনুযায়ী কাজ করার সুযোগ দিলে দেশে দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইসস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অনলাইন এপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে প্রশাসনের প্রতিপক্ষ ভাবা ঠিক নয়। দেশের স্বার্থে সরকার ও বিচার বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরী বলে মনে করেন তিনি।
আরও পড়ুন