বিজয় টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশিত : ১৮:১৯, ২ জুন ২০১৯

বেসরকারী টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গেল মাসের শেষ দিন রাজধানীর বাংলামটরে রূপায়ন টাওয়ারের ওয়াটারফল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বর্ণাঢ্য অনুষ্ঠানে টিভি চ্যানলটির নতুন লোগো উন্মোচন করা হয়।
টিভি চ্যানেলটির নতুন লোগো উন্মোচন করেন চ্যানেলটির নির্বাহীপরিচালক নায়লা বারী। এসময় উপস্থিত ছিলেন চ্যানেলটির উপদেষ্টা সূফী ফারুক, নির্বাহী পরিচালক নায়লা বারী। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আসেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অনুষ্ঠানে আরো অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকসহ চলচ্চিত্র ও নাট্য অভিনেতা, সঙ্গীতশিল্পী, প্রোডিউসার এসোসিয়েশনের প্রতিনিধিসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা এবং বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে কর্মরত বিপনন বিভাগের কর্মীবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে ছিলেন ক্যাবল অপেরেটর এসোসিয়েশনের প্রতিনিধি, বিজ্ঞাপন দাতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এমএস//আরকে
আরও পড়ুন