ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিভিন্ন উদ্যোগেও কমছে না সড়ক দুর্ঘটনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সরকারি- বেসরকারি বিভিন্ন উদ্যোগেও কমছে না সড়ক দুর্ঘটনা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে দুই হাজার ছয়শ’ ৫১টি। নিহত হয়েছে তিন হাজার একশ’ ১২ জন। চলতি বছরের আগস্ট- সেপ্টেম্বরে ট্রাফিক সচেতনতা কর্মসূচিতে মামলা হয়েছে আড়াই লাখের বেশি। ৯০ শতাংশ মানুষ আইন না মানার কারণেই এমন হচ্ছে বলে মনে করেন নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আর বুয়েটের এই গবেষক বলছেন, মহাসড়কে হাট বাজার, চালকদের অদক্ষতা ও দ্রুত গতির কারণে দুর্ঘটনা বাড়ছে।

গত ২৯ জুলাই ঢাকায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে সড়কে বাসচাপায় নিহত হলে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। উত্তাল হয় সারাদেশ।

এরপরও কমেনি সড়ক দুর্ঘটনা। গত বছর মোট দুর্ঘটনা ঘটেছিলো দুই হাজার নয়শ’ সতেরটি। নিহত হয় তিন হাজার ছয়শ’ বাহাত্তর জন। এ’বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে দুই হাজার ছয়শ’ একান্নটি। নিহত হয়েছে তিন হাজার একশ’ বারো জন।

নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যন ইলিয়াস কাঞ্চন বললেন, সবাই সড়কে আইন না মানলে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি