বিভিন্ন দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ চট্টগ্রাম শাখা মানববন্ধন
প্রকাশিত : ১৭:৪৪, ২২ মে ২০১৭ | আপডেট: ১৮:৩০, ২২ মে ২০১৭

পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ চট্টগ্রাম শাখা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম শাখার সভাপতি ড. আবুল আলা হোসাইন। এছাড়া মহানগরী ও জেলার বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ৫ শতাংশ প্রবৃদ্ধিসহ সব ধরণের উৎসব ভাতা দেয়া, আইসিটি শিক্ষা কার্যকর করা ও নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্ত করার দাবি জানান। অবিলম্বে এসব দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
আরও পড়ুন