ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বিমান সংকটে অভ্যন্তরীন রুটের ৭টি ফ্লাইট বাতিল

প্রকাশিত : ২২:৪৪, ১০ মে ২০১৯ | আপডেট: ০০:০৬, ১১ মে ২০১৯

Ekushey Television Ltd.

সম্প্রতি মিয়ানমারে রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের একটি ড্যাশ ৮-কিউ ৪০০ বিমান ছিটকে পড়ায় উড়ো জাহাজ সংকটে পড়েছে বাংলাদেশ বিমান। ফলে উড়োজাহাজ সংকটের কারনে শেষমেষ অভ্যন্তরীন ৭টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে দেশের রাষ্ট্রীয় এ বিমান সংস্থা।

বিমান বাংলাদেশের জনসংযোগ শাখার ব্যবস্থাপনা পরিচালক (জিএম) শাকিল মেরাজ এ কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, ‘হঠাৎ করে একটি উড়োজাহাজ বিকল। আগামী সোমবার পর্যন্ত ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট, যশোর ও রাজশাহী রুটে সাতটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।’

গত বুধবার বিজি-০৬০ নামের একটি ফ্লাইট দুপুর ৩টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ানমারের উদ্দেশ্যে উড্ডয়ন করে। মিয়ানমারের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

রানওয়ে থেকে ছিটকে পড়ার পরও বিমানটিতে আগুন ধরেনি। তবে বিমানটি স্বাভবিক কাঠামো ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। বিমানের ১৯ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কানাডার কোম্পানি বম্বার্ডিয়ারের তৈরি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি।

এ দুর্ঘটনার ফরোয়ার্ড প্যাসেঞ্জার ডোরের পেছনে এবং রিয়ার সার্ভিস ডোরের ঠিক পেছনে কাঠামো ভেঙে গেছে। উড়োজাহাজের তলাও ফেটে গেছে ও ডান পাশের ডানও জোড়া থেকে ভেঙে গেছে বলে জানায় এভিয়েশন সেইফটি নেটওয়ার্ক।

জানা যায়, ঈদের সময় অভ্যন্তরীণ রুটে বাড়তি ফ্লাইট চালায় বিমান বাংলাদেশ। তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী, বরিশাল, যশোর, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে এবং বোয়িং ৭৮৭, ৭৭৭ ও ৭৩৭ উড়োজাহাজ দিয়ে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালানো হয়।

এ সংকটের পরিস্থিতি সামাল দিতে দুটো উড়োজাহাজ ভাড়া আনা হচ্ছে বলে জানান বিমানের এক কর্মকর্তা। এ দুটো উড়োজাহাজ দিয়ে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল ও যশোরে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের জনসংযোগ শাখার কর্মকর্তা শাকিল মেরাজ বলেন, উড়োজাহাজ দুটি আনার পর এয়ারক্রাফটের সংকট আর থাকবে না, যাত্রীদেরও অসুবিধা হবে না। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমানের বহরে বর্তমানে ১৩টি উড়োজাহাজ রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি