বিশিষ্ট পরমাণু বিজ্ঞান ড: ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ১১:২৪, ৯ মে ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ । ২০০৯ সালের এদিন ইন্তেকাল করেন তিনি।
দিবসটি উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দোয়া-মিলাদ ও আলোচনার আয়োজন করেছে। এছাড়া, রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, মহাজোটে শরিক দলসমূহ, এম এ ওয়াজেদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কবর জিয়ারত, স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি পালনে ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদও নানান কর্মসূচি নিয়েছে।
আরও পড়ুন