ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জবিতে মানববন্ধন 

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

মার্চের প্রথম সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় একাডেমিক শিক্ষা কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রবিবার(২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে  মার্চের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এ জন্য সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবি করেন তারা।

এ সময় মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব বলেন, সকল দাবি দাওয়া আদায়ে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়েছে, দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের গুরুত্ব দেন। সকল ক্ষেত্রে শিক্ষার্থীরা ভুগতেছে। জবির শিক্ষার্থীদের সকল কিছুতে  আন্দোলনে নামতে হয়, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম শুরুর দাবিতে মাঠে নামতে হয়েছে।  এসময় শিক্ষকদের ব্যাপারে তিনি বলেন, শিক্ষকেরা তো ঘরে বসে তাদের বেতন পাচ্ছেন, তাই শিক্ষার্থীদের নিয়ে তাদের টেনশন নেই। 

মার্কেটিং বিভাগের  ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মো জহির উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিম্মবিত্ত, গরীব শিক্ষার্থীদের বিষ দিন, আমরা বিষ খেয়ে মরে যাই, আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যত দ্রুত শেষ করব তত তাড়াতাড়ি বের হয়ে কিছুনা কিছু একটা করে পরিবারের পাশে দাড়াতে পারব।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি