ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বিশ্বের সবচেয়ে দামি পানি খান নীতা আম্বানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:৪২, ৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

এতদিন ক্রিকেটার বিরাট কোহলীর অনেক মূল্যের পানি পান করার কথা সবাই জানত। কিন্তু রিলায়্যান্সের মালিক মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানীর পানির দাম শুনলে অবাক না হয়ে কোন উপায় নেই। 'নীতা' নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি খান।

ঐ পানির ৭৫০ মিলিলিটার বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। তা হলে এবার হিসেব করে নিন, নীতার এক ঢোক পানির দাম কত পড়ে!

দাম তো না হয় জানলেন। কিন্তু পানির এত দাম কেন , এ বার সেই বিষয়টাও একটু জেনে নেওয়া যাক। 

স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে পানি তিনি খান তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি। 

বোতলবন্দি ওই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই পানীয় স্বর্ণভস্ম মিশ্রিত। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই পানির দাম লক্ষ লক্ষ টাকা।

আরও কারণ আছে। শুধু পানি নয়, বোতলের জন্যও এই পানির দাম এত বেশি। ২০১০ সালে এই পানির বোতল গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল।

বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার টাকা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি