ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বিয়ের দুদিন পর ৯০ বছর বয়সী কমেডিয়ানের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:১২, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ে করেছেন মাত্র দুদিন হলো। ফুলশয্যার ঘ্রাণও শরীর থেকে মুছে নিঃশেষ হয়ে যায়নি। এরইমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ব্রিটিশ কমেডিয়ান ও শোবিজ তারকা স্যার কেন ডোড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মাত্র দুদিন আগে নিজ কৌতুক দলের সহকর্মী অ্যানা জোনসকে বিয়ে করেন তিনি। লিভারপুলের নিজ বাড়িতে তারা গত ১০ মার্চ ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেন এই দম্পত্তি। এই বাড়িতেই তিনি ৯০ বছর আগে জন্মগ্রহণ করেন।

এদিকে ডোডের প্রচারক রবার্ট হোমস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, সে এ বাড়ি ছাড়া আর অন্য কোথাও বাস করেনি। তিনি আরও বলেন, ডোডের মৃত্যুর মধ্য দিয়ে আনন্দ ভুবনের এক নক্ষত্রের পতন ঘটলো। সে ছিলো একজন বিখ্যাত কমেডিয়ান এবং কমেডি জগতের এক নক্ষত্র। তার মৃত্যুর মধ্য দিয়ে এক নক্ষত্রের পতন ঘটেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে বুকে এক ধরণের মারাত্মক রোগে ভুগছিলেন ডোড। গত মাসে তিনি হাসপাতালেও ভর্তি হলেও কাউকে  এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তিনি। অসুস্থতার জন্য তিনি একটি প্রোগ্রামও বাতিলে করেছিলেন সে সময়। তবে কোন রোগে তিনি ভোগছিলেন, তা এখনো জানা যায়নি।

সূত্র: সানডে টাইমস
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি