ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বিয়ে করলেন কণ্ঠশিল্পী মেহরাব

প্রকাশিত : ১৬:৪৪, ১১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সংগীতশিল্পী আশিকুর রহমান মেহরাব। ২০০৫ সালে এই প্রতিযোগিতার মধ্যদিয়ে সংগীতের ভুবনে পা রাখেন তিনি। বহুদিন পর সম্প্রতি ‘আমি তো শুধু ভালোবাসতে চাই’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছেন। নতুন খবর হচ্ছে- বিয়ে করেছেন তিনি। কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী রুশী চৌধুরী।

জানা গেছে, রুশী ও মেহরাব সম্পর্কে আত্মীয়। গত ৮ জুলাই পারিবারিকভাবে মেহরাবের বকশিবাজারের বাসায় বিয়ের আয়োজন সম্পন্ন হয়। দীর্ঘদিনের প্রেম, প্রেম থেকে পরিণয় বলেই জানান মেহরাব।

মেহরাব বলেন, ‘দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সামনে পরিচিত সবাইকে নিয়ে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, রুশী চৌধুরী কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার উপ সম্পাদক। তবে বিয়ের আগে রুশী ছাত্রলীগের নীতি মেনে পদ থেকে অব্যাহতি নেন। রুশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্রাফট বিভাগের সাবেক শিক্ষার্থী।

এসএ/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি