বুধবার থেকে রাজধানীতে ভোটার তথ্য হালনাগাদ শুরু
প্রকাশিত : ১৮:৩৭, ২ জুলাই ২০১৯

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল বুধবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ।
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সংশ্লিষ্টরা। আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে কার্যক্রম।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে এ কথা জানান ইসি সচিব মো. আলমগীর।
প্রথম দিন রাজধানীর ডেমরা, সূত্রাপুর, ও ওয়ারী এলাকা বাদে সিটি কর্পোরেশনের সব এলাকায় তথ্য সংগ্রহের কাজ চলবে বলে জানান তিনি।
ইসি সচিব বলেন, তথ্য সংগ্রহে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা যদি কোন ধরনের অবহেলা করেন, তাহলে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবছর ভোটার হওয়া যায় উল্লেখ করে সচিব আরও বলেন, কোন ব্যাক্তি নির্ধারিত সময়ে ভোটার হতে না পারলে পরবর্তীতে তিনি ভোটার হতে পারবেন।
প্রথম ধাপে ৬৪ জেলার ১৩৫ উপজেলায় তথ্য সংগ্রহের কাজ চলে। এখন দ্বিতীয় ধাপ চলছে।
হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারদের তথ্য নেয়ার পাশাপাশি, মৃত ভোটারদের বাদ দেয়া হবে। যাদের জন্ম ২০০১ সালের জানুয়ারি বা তার আগে, তাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০২০ সালের জানুয়ারিতে।
বাকিদের তথ্য নিয়ে ১৮ বছর পূর্ণ হলে ২০২১ ও ২০২২ সালের ২ জানুয়ারি তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে বলে জানান ইসি সচিব।
আই/এসি
আরও পড়ুন