ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বুবলিকে স্থায়ীভাবে বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ২০ অক্টোবর ২০১৯ | আপডেট: ২০:৪২, ২০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেয়ার অভিযোগে নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের এমপি ও প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর সকল পরীক্ষা ও রেজিসস্ট্রেশন বাতিল, তাকে স্থায়ীভাবে বহিষ্কার করণ এবং ঘটনা তদন্তে ৪ সদস্যে একটি কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) বাউবি’র ভিসি অধ্যাপক ড. এমএ মান্নান এক জরুরী সভা করে এই সিদ্ধান্ত নেন। সভায় বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের ডিন, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকগণ অংশ নেন। 

সভা শেষে ভিসি বলেন, বুবলী নিজে পরীক্ষা না দিয়ে পরপর ৮টি পরীক্ষায় অংশ নেয় তার পক্ষে প্রক্সি পরীক্ষার্থীরা। তবে শেষ দিনের পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েছেন এক শিক্ষার্থী। ঘটনাটি ধরা পড়া এবং এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে পরীক্ষা থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

একই সঙ্গে জালিয়াতির বিষয়টি অধিকতর তদন্তে কলেজের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গণমাধ্যমে ও নরসিংদী জেলা প্রশাসনের এক পত্রের ভিত্তিতে অবগত হওয়ার পর রোববার বুবলীর বিষয়ে এ জরুরী সভা ডাকা হয়। সভায় বুবলীর সকল পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল, তাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ঘটনা তদন্তে বাউবির পক্ষে থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এ তদন্ত কমিটির প্রধান হলেন- সামাজিক বিজ্ঞান বিভাগের ডীন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। কমিটির অন্য সদস্যরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান উকিল, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ডিভিশনের পরিচালক ড. আনিস রহমান, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আহমেদ সেলিম। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি