ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে মাওলানা মো. মাজদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জে বন্ধুর বাসায় ইফতার পার্টি থেকে ফেরার পথে নৌকাডুবিতে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে।

বুধবার রাত ৮টার দিকে সদরঘাটের লালকুটি চাঁদপুর ঘাটের কাছে এ ঘটনা ঘটে। নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মাজদুলের বাড়ি রায়েরবাগ এলাকায়। তিনি গেন্ডারিয়ার ফরিদাবাদ জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম মাদ্রাসা থেকে অ্যারাবি (মাওলানা) পরীক্ষা শেষ করেছে।

পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ থেকে ৬ যাত্রী নিয়ে ডিঙ্গি নৌকাযোগে সদরঘাটে আসার পথে লালকুটি চাঁদপুর ঘাটের কাছে নৌকাটি ডুবে যায়। সবাই উঠতে পারলেও একজন নিখোঁজ ছিল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি