ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বৃষ্টি ভেজা ঈদ

প্রকাশিত : ০৯:৫১, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৩:৩৮, ৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস ছিল ঈদের দিন বৃষ্টি হবে। তারপরও ঈদের সকালটা বেশ উজ্জ্বল ছিল। যেমনটা আভাস ছিল, তাই ঘটেছে; ঢাকায় ঈদের সকালটি ভেসেছে বৃষ্টিতে।

ঈদুল ফিতরের দিন বুধবার ভোরে রাজধানীবাসী সূর্যের দেখা পেলেও তার কিছুক্ষণের মধ্যে আকাশ কালো হয়ে যায় মেঘে, সঙ্গে সঙ্গেই নামে বৃষ্টি।

অধিকাংশ ঈদ জামাত শুরু হওয়ার আগে বৃষ্টি শুরু হওয়ায় নামাজে অংশ নিতে যারা ঘর থেকে বেরিয়েছিলেন, তাদের বেশিরভাগকে ভিজতে হয়েছে।

আবহাওয়া বিরূপ হলেও জাতীয় ঈদগাহে ত্রিপল থাকায় নামাজে সমস্যা হয়নি। নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় জামাত ঠিকমতোই হয়েছে। তবে এতে অংশ নিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে অনেককে।

সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্যরা।

রাজধানীর যেসব স্থানে খোলা স্থানে ঈদের জামাত হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে তার অনেকগুলোতেই তা হতে পারেনি। পাশের মসজিদে ঈদের নামাজে অংশ নিতে হয় ওই সব এলাকার মুসলমানদের।

সকাল পৌনে ৮টা থেকে ভারী বর্ষণের পর সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির মাত্রা কমে আসে।

ঢাকার মতো কিশোরগঞ্জেও বৃষ্টি হওয়ায় শোলাকিয়ার ঈদ জামাতে যারা অংশ নিতে গিয়েছিলেন, দুর্ভোগ পোহাতে হয়েছে তাদেরও। সেখানে রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই নামাজে অংশ নিতে কাকভেজা হয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে।

বুধবার যে বৃষ্টি হবে, সেই আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান মঙ্গলবার বলেছিলেন, “কালকে (বুধবার) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

ঢাকাসহ মধ্যাঞ্চলে বৃষ্টি চললেও সব অঞ্চলে বৃষ্টি হয়নি সকালে। তবে বুধবার ও বৃহস্পতিবার প্রায় সারাদেশেই বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি